ডক্টর এসোসিয়েশন অফ ড্যাব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ আগামী ৯ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচনে দু”টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন। ডাক্তার আজিজ ও ডাক্তার শাকুর পরিষদ ঐক্যবদ্ধ ও শক্তিশালী চিকিৎসা বান্ধব ড্যাব পূর্ণগঠন, অভিজ্ঞ, সৎ ও পরীক্ষিত নেতৃত্বে প্রতিশ্রুতিতে ভোট যুদ্ধে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন অপরদিকে ডাক্তার হারুন ও ডাক্তার শাকিল পরিষদ বৈষম্যহীন ড্যাব প্রতিষ্ঠার শ্লোগানে মাঠে ঘুরছেন ভোটাদের ভোট প্রত্যাশি হয়ে। তবে ডাক্তার হারুন ও ডাক্তার শাকিল পরিষদে আওয়ামী দোসর নিয়ে নির্বাচনে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়ন ও শাস্তির দাবিতে মিছিল, মিটিং কারী মাফিয়া হাসিনা সরকারের কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা শাকিল আহম্মেদ তুর্জয় ও হোসাইন সাদ্দাম ডাক্তার শাকিলের পক্ষে ভোট ক্যাম্পিং ও সফর সঙ্গি হওয়া ভোটারদের মনে বিরুপ-প্রতিকৃয়া দেখা দিয়েছে। আওয়ামী দোসর তুর্জয়কে ড্যাব নির্বাচনের প্রার্থী ডাক্তার হারুন ও শাকিল পরিষদ সাথে নিয়ে কি ভাবে ভোট চাচ্ছেন এনিয়ে অভিযোগ তুলছেন ভোটার ও নির্বাচন প্রার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটারেরা জানান ডাক্তার হারুন ও শাকিল পরিষদ আওয়ামী ঘরনার লোক জনকে পূর্নবাসন লক্ষ্যে মাঠে কাজ করছেন। তারা বিষয়টি ক্ষতিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দেশ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান”র দৃষ্টি আকর্ষণ করছেন।