শিরোনাম
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি দাউদকান্দির পিআইও আরিফুল ইসলাম এর বিরুদ্ধে দুদকে শতকোটি টাকার মামলাঃ

রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি

Juyel Khandokar

বর্তমান সরকারিভাবে সমাজসেবা মন্ত্রনালয় কর্তৃক নিযুক্ত রংপুর প্রেসক্লাবের প্রশাসক এর আবেদনের পরিপ্রেক্ষিতে এডিএম আদালত এর নির্দেশে ওই তল্লাশী অভিযান চালানো হয় বলে পুলিশ প্রশাসন সূত্র জানায়।
জানা যায়, রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর কাছে রংপুর প্রেসক্লাবের ফাইল, অফিসের আলমিরার চাবি ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্লাবের অফিস থেকে সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে। ক্লাবের প্রশাসক নিযুক্ত হওয়ার পর সেগুলো সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে। এসব উদ্ধার করতে না পারায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্লাবের প্রশাসকের উপর অর্পিত দায়ীত্ব হিসেবে দীর্ঘদিন ধরে রংপুর প্রেসক্লাবের অনিয়ম ও আর্থিক দুর্নীতি সম্পর্কে কোন অডিট করতে পারছেন না তিনি।

ক্লাবের আর্থিক দুর্নীতি ও অনিয়মের ঘটনা ধামাচাপা দিতে তিনি এ গুলো সরিয়ে ফেলেছেন মেরিনা লাভলী এমন অভিযোগ করেছেন রংপুর প্রেসক্লাবের একাধিক সদস্য।
বর্তমান নিযুক্ত প্রেসক্লাব রংপুরের প্রশাসক ও রংপুরের অতিরিক্ত প্রশাসক রজিম আলম মেরিনা লাভলীকে প্রথম দফা গত ৩ জুলাই’২৫ ক্লাবের গুওত্বপূর্ণ নথিপত্র, দলিলাদি, আলমিরার চাবিসহ অন্যান্য মামলামাল বুঝিয়ে দেয়ার জন্য পত্র প্রদান করেন। এই পত্র প্রাপ্তির পরে  মেরিনা লাভলী শুধু মাত্র ক্লাবের কলাপসিবল গেটের চাবি প্রশাসকের কাছে জমা দিয়ে আসেন।

এর পরে প্রেসক্লাবের প্রশসাক ২৪ জুলাই’২৫ একই পত্র দ্বিতীয় দফা মেরিনা লাভলীর কাছে প্রেরন করেন। সর্বশেষ গত ২৭ জুলাই’২৫ তারিখে তৃতীয় দফা একই পত্র প্রেরন করা হয়। এই পত্র প্রাপ্তির পরেও প্রেসক্লাবের বরখাস্তকৃত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী ওই নোটিশের কোন কর্ণপাত করেননি। তাই এই কারনে ফৌজদারী কার্যবিধির ৯৮ ধারা মতে ৩ আগস্ট’২৫ তারিখে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার স্বাক্ষরিত একটি সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশ বলে পুলিশ তার বাড়ি ও অফিসে তল্লাশী তল্লাশী চালিয়েছে।
গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিলাদিসহ অন্যান্য মালামাল উদ্ধার না হওয়ায় রংপুর প্রেসক্লাবের অনিয়ম ও দুর্নীতির অডিট সম্পাদন করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রেসক্লাবের নিযুক্ত প্রশাসক ও রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

এ সম্পর্কে জানতে চাইলে রংপুর কোতয়ালী মেট্রোপলিটন থানার ওসি আতাউর রহমান জানান তার নেতৃত্বে এসআই আব্দুল্লাহ তার সঙ্গী পুলিশ ফোর্স নিয়ে বৃহস্পতিবার স্থানীয় লোকজনের সহযোগীতায়  রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী বাসায় ও অফিসে তল্লাশী চালানো হয়।
রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মেরিনা লাভলী এই তল্লাশির প্রতিবাদে একাধিক আইনজীবি নিয়ে তার বাসায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তার নিযুক্ত অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট বলেন আমার মক্কেল কে হয়রানি করার উদ্দেশ্যে এই তল্লাশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।
রংপুর বৈষম ও বিরোধী সাংবাদিক আন্দোলনের প্রধান সমন্বয়কারী এস এম জাকির হুসাইন বলেন, প্রেসক্লাবের অনিয়ম-দুর্নীতি এবং নিজের অপকর্ম ঢাকতেই প্রেসক্লাবের সকল গুরুত্বপূর্ণ  নথিপত্র ও দলিলাদিসহ বিভিন্ জিনিসপত্র সরিয়ে ফেলেছেন।

আবার তার পক্ষে সাফাই গাইতে উকিলকে দিয়ে তিনি ফায়দা নেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয় তিনি আরো বলেন, অসত্যতত্ত্ব উত্থাপন করে সাংবাদিক মহল ও সুধি সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তল্লাশী অভিযানের সদস্য ছিলেন পুলিশের এসআই আব্দুল্লাহ, তিনি বলেন তল্লাশী অভিযান চলাকালীন সময়ে তার অফিস ও বাসা থেকে প্রেসক্লাব সংক্রান্ত কোন কাগজপত্র ও নথিপত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এই অভিযানের খবর পেয়ে হয়তো সেগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে তিনি ধারনা করছেন।

Leave a Reply