ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫:
ইকড়ি ইউনিয়ন কল্যাণ সমিতি ঢাকা’র আয়োজনে গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর ন্যাশনাল কলেজ, বাড্ডায় অনুষ্ঠিত হয়েছে সমিতির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিষ্ঠাতা সদস্য সংবর্ধনা অনুষ্ঠান।
উল্লেখ্য, ইকড়ি ইউনিয়ন কল্যাণ সমিতি ঢাকা প্রতিষ্ঠিত হয় ১১ সেপ্টেম্বর ২০০৯ সালে। প্রতিষ্ঠার পর থেকে সমিতি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও কল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, বর্তমান কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, উপদেষ্টা, অতিথি এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমিতির বর্তমান কমিটির পক্ষ থেকে আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ মোল্লা।
সভাপতি মো: মজিবর রহমান হাওলাদার মধু এবং সাধারণ সম্পাদক মো: মারজান হাওলাদার তাঁদের বক্তব্যে সমিতির কার্যক্রমের ধারাবাহিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আগামীতেও সমিতিকে আরও শক্তিশালী ও কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন—
অনুষ্ঠানের শেষাংশে দোয়া পরিচালনা করেন ধর্ম সম্পাদক হাফেজ আওয়াল। পরে নৈশভোজের আয়োজন করা হয়।
ইকড়ি ইউনিয়ন কল্যাণ সমিতি ঢাকার পক্ষ থেকে সকল সদস্য, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.