ভালোবাসা, হারানোর বেদনা আর নতুন করে বেঁচে ওঠার সংগ্রামের মানবিক দলিল অনুসন্ধানী সাংবাদিক আল-বারু মুস্তাকিম নিবিড়ের নতুন গ্রন্থ ‘অনন্য সূচনা’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আকন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাকিয়া আহমেদ ঝুমা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আরাবুন নেসা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা রোকসানা বেগম, দৈনিক আমাদের সময়-এর সিনিয়র সাংবাদিক ফয়সাল তনু, সিনিয়র সাংবাদিক শরিফুল হক পাভেল, দেশপত্র-এর বার্তা সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, রাফসান জাহানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাজ আহমেদ, মুক্তাদির আবির, নিলয়, আলিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিদ্দিকুর লনিকসহ বিভিন্ন পেশাজীবী ও সুধীজন।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি কামরুন্নেসা লাভলী।
উল্লেখ্য, গ্রন্থটির লেখক আল-বারু মুস্তাকিম নিবিড় বর্তমানে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর প্রয়াত সহধর্মিণী সূচনা আক্তার রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বইটি গ্রন্থাকারে প্রকাশ করেছেন।
সাংবাদিক মোস্তাফিজের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক মুস্তাকিম নিবিড় ও তাঁর প্রয়াত সহধর্মিণী সূচনা আক্তার রোকেয়ার দুই সন্তান মুহাম্মাদ ও মিহিরিমা এর উপস্থিতি পুরো আয়োজনকে এক ভিন্ন, বগঘন মাত্রা যোগ করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র