
তানভীর আহমেদ চঞ্চল, স্টাফ রিপোর্টার (বরিশাল):
অনলাইন নিউজ পোর্টাল সুগন্ধা নিউজ তার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করেছে ৪ ডিসেম্বর। বরিশালের জনপ্রিয় এই অনলাইনভিত্তিক গণমাধ্যমটি ২০২০ সালের ৪ ডিসেম্বর পথচলা শুরু করে। পাঁচ বছরের সাফল্যের পথ অতিক্রম করে গণমাধ্যমটি ছয় বছরে পদার্পণ করেছে।
‘দেশ ও জনগণের কথা বলে’—এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সুগন্ধা নিউজ দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। পাঠকের কাছে দায়বদ্ধ থেকে যেকোনো ধরনের পক্ষপাত ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে সাংবাদিকতার নীতি মেনে কাজ করে যাচ্ছে পোর্টালটি।
বরিশালের নতুল্লাবাদ ইয়াকুব আলী সুপার মার্কেটে সুগন্ধা নিউজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক দীপক চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মামুনুর রশীদ নোমানী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা শেখ শামীম, বরিশাল জেলা যুবদল যুগ্ম সম্পাদক হাবিবউল্লাহ, উলফত রানা রুবেল, মফস্বল সাংবাদিক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আরিফুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা সুগন্ধা নিউজের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ উন্নতির জন্য শুভকামনা জানান। তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে সত্য ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.