মোঃ আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (NUSDF)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (NUSDF)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এই সমঝোতা স্মারক জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমন্বিত কার্যক্রম হিসেবে বাস্তবায়িত হবে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়ন (Skill Development) কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, ফ্রিল্যান্সিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়াও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং ইন্ডাস্ট্রি সংযোগমূলক কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রম সফল বাস্তবায়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের হার বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাশেম এবং NUSDF Bangladesh সভাপতি রিয়াজ হোসাইন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.