তেকসাস প্রতিনিধিঃ
রাজধানীর তেজগাঁও কলেজে ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে তেজগাঁও কলেজ ছাত্রশিবির।
আজ শুক্রবার (১৫ আগস্ট) ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও কলেজে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, তেজগাঁও কলেজ শাখা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে এর ভূমিকা এবং আধুনিক সমাজে ইসলামী শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে যুক্তি উপস্থাপন করেন।
আয়োজকরা জানান, ইসলামী শিক্ষা দিবসের তাৎপর্য তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক চেতনা জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।