তেকসাস প্রতিনিধিঃ
রাজধানীর তেজগাঁও কলেজের অডিটোরিয়ামে শিক্ষকদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বিকেল তিনটায় তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের গভর্নিং বডির নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, রসায়ন বিভাগের অধ্যাপক সিলভিয়া খায়ের, এডহক কমিটির সাবেক সদস্য ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নূর নবী আল মাহমুদ উপস্থিত ছিলেন।
এছাড়া শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সোহেল রানা, সহ-সম্পাদক ও রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আসাদুজ্জামান সভায় অংশ নেন।
সাধারণ সভায় শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ কলেজের সামগ্রিক উন্নয়ন বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।