
আতিকুল ইসলাম, ক্যাম্পাস (তেজগাঁও কলেজ) প্রতিনিধিঃ
রাজধানীর তেজগাঁও কলেজে একটি সাইবার বুথ স্থাপন এবং সাইবার নিরাপত্তা গেমের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এবং এনইউএসডিএফ বাংলাদেশের সহযোগিতায় বুথ স্থাপন ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের অনলাইন সুরক্ষা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিনসহ শিক্ষকবৃন্দ এবং এনইউএসডিএফ বাংলাদেশ-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা, সাইবার সচেতনতা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে জ্ঞান প্রদান করা। সাইবার বুথে শিক্ষার্থীরা সাইবার অপরাধ, অনলাইন হয়রানি, গোপনীয়তা রক্ষা ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত তথ্য ও পরামর্শ পাবে।

এনইউএসডিএফ বাংলাদেশ-এর ইভেন্ট সেক্রেটারি সোহেল রানা সৌরভ এবং প্রোগ্রাম সেক্রেটারি মোঃ মাফুজ জানান, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। সাইবার সচেতনতার মাধ্যমে তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে।”
শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ক জ্ঞান বিস্তারে এই উদ্যোগকে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.