আতিকুল ইসলাম, ক্যাম্পাস (তেজগাঁও কলেজ) প্রতিনিধিঃ
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্বেচ্ছায় রক্তদান সেবা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তেজগাঁও কলেজে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল।
তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল আওয়াল রনির সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহজাহান শাওন, অলিউজ্জামান সোহেল, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আলম তরুণ ও সদস্য সচিব মোঃ সেলিম হোসেন।

এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী এবং তেজগাঁও কলেজ ছাত্রদলসহ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আলম তরুণ বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সম্পদ ছিলেন। তিনি ছিলেন একাধারে ছিলেন মহাসচিব, মন্ত্রী, ব্যারিস্টার এবং মেধাবী রাজনীতিবিদ।
তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ সেলিম হোসেন বলেন, ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন একজন সৎ, আদর্শবান ও দক্ষ রাজনীতিবিদ। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.