
আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ পাঠান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টায় রাজধানীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুমের জানাজা আজ বুধবার (২৭ আগস্ট) বাদ জোহর তেজগাঁও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় সহকর্মী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্টজনেরা অংশ নেবেন বলে জানা গেছে।
হারুনুর রশিদ পাঠান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষাবিদ। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে গেছেন। তেজগাঁও কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।
তাঁর মৃত্যুতে তেজগাঁও কলেজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। কলেজ কর্তৃপক্ষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম হারুনুর রশিদ পাঠান মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.