মোঃ আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁরা বিএনপি’র আদর্শে দৃঢ় থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ, সদস্য সচিব মোঃ সেলিম হোসেনসহ তেজগাঁও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ।