শিরোনাম
তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন কুমিল্লায় র‍্যাব”র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  কুমিল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বুড়িচং প্রশাসন কর্তৃক অবৈধ ড্রেজার মেশিন বিকল ও জরিমানা আদায় আগামী নির্বাচনে জনসমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি: মেয়র শাহাদাত “খুনের দায়ে কুমিল্লায় একজনের যাবজ্জীবন কারাদন্ড” চবি’র আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চবি, ১৪৪ ধারা জারি নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা

তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

তেজগাঁও কলেজের নিজ নিজ ডিপার্টমেন্টে জমকালো আয়োজন অনার্স ১ম বর্ষের (২০২৪-২৫) ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনা, ক্যাম্পাসের নিয়মনীতি ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সিনিয়র শিক্ষার্থীরাও নবীনদের বরণ করে নেন এবং ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিন,অন্যান্য  শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামীমা ইয়াসমিন বলেন,তেজগাঁও কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আসলে তরুণ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা। এখানে পাঠ্যপুস্তকের সীমাবদ্ধ জ্ঞান নয়, বরং জীবনের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞা, মূল্যবোধ আর মানবিকতার চর্চা ঘটে।প্রতিটি শিক্ষার্থী যেন একটি নতুন স্বপ্নের বীজ, আর কলেজটি তার উর্বর জমিন—যেখানে তারা বেড়ে ওঠে দায়িত্বশীল নাগরিক, সৃজনশীল চিন্তক ও নির্ভীক নেতা হয়ে।শুধু ডিগ্রির জন্য নয়, বরং দেশ ও সমাজের জন্য নিজেকে তৈরি করার এক অনন্য কর্মশালা এই তেজগাঁও কলেজ।

নবীন শিক্ষার্থী সাকিব রায়হান জানান, আজ তেজগাঁও কলেজে প্রথম দিন পা রাখলাম।আমি বায়োকেমিস্ট এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট ৩৬তম ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। এত সুন্দর আয়োজনে আমাদেরকে স্বাগত জানানোর জন্য আমি কলেজ প্রশাসন, শিক্ষকবৃন্দ এবং সিনিয়র ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি এখান থেকে আমরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, জীবনের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ ও নেতৃত্বগুণ শিখতে পারব।

এ ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে কলেজ ক্যাম্পাসে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।

Leave a Reply