শিরোনাম
প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী সিরাজদিখানে পরকীয়ার জেরে কি আত্মহত্যা করলো শিউলি

‘প্রবর্তন’ আলোচনা সভায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি

S M Rashed Hassan

রাজধানীর তেজগাঁও কলেজ ক্যাম্পাসে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) এর “প্রবর্তন শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ক্যাম্পাসের উক্ত সভায় সমিতির সার্বিক কার্যক্রম, চলমান কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তেজগাঁও কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোসাদ্দেকুর রহমান। তেকসাস’র সর্বোচ্চ পরিচালনা পর্ষদের সাজিদ হাসান, ইসমাইল সরদার (বাংলা এডিশন), নয়ন কুমার বর্মন (যায়যায়দিন), আজিজুল ইসলাম যুবরাজ (দৈনিক দেশবাংলা) ও এমএসআর সাঈদ (আরটিভি)।

এছাড়াও উপস্থিত ছিলেন, নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), আতিকুল ইসলাম (দেশপত্র), উমরা সিদ্দিকা প্রভা (দৈনিক রূপালীদেশ), মো: তুহিন ইসলাম রাতুল (দেশের কন্ঠ) প্রমূখ।

প্রভাষক মোসাদ্দেকুর রহমান বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতা চর্চা শুধু দক্ষতা বৃদ্ধিই নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতেও সহায়তা করবে।সংগঠন পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরিচালনা পর্ষদের সদস্যরা বলেন, নতুন প্রজন্মকে সংগঠিত করে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি ইতিবাচক ধারা প্রতিষ্ঠাই তেকসাসের মূল লক্ষ্য। সভায় সমিতির কার্যক্রমকে আরও বেগবান করা, নতুন সদস্যদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা এবং পুরাতন সদস্যদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ, এবং কলেজ ক্যাম্পাসে তথ্যবহুল সংবাদ পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত সদস্যরা ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সমিতির কার্যক্রমকে আরও বিস্তৃত ও সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply