নিজস্ব প্রতিবেদক:
ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের মিছিলগুলোর নেতৃত্ব দেয়ার অপরাধে তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগে আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, সম্প্রতি শেরেবাংলা নগর এলাকায় আওয়ামী লীগের এক মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় আশরাফুল আলমের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তার ফেসবুক মেসেঞ্জার থেকে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য উদ্ধার করেছে পুলিশ।
এমন একজন বিতর্কিত ব্যক্তিকে সম্প্রতি তেজগাঁও কলেজ প্রশাসন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত করায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ছাত্র হত্যার সাথে জড়িত একজনকে শিক্ষক ও প্রশাসনিক পদে বহাল রাখা শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক।
গ্রেপ্তারকৃত শিক্ষক আশরাফুলের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি মোবারক হোসেন।



