
আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজের মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “শর্ট ফিল্ম স্ক্রিনিং ২০২৫”।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের নির্মিত একাধিক শর্ট ফিল্ম প্রদর্শিত হয়, যা দর্শক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোখলেসুর রহমান, সিনিয়র সচিব ও চেয়ারম্যান, তেজগাঁও কলেজ গভর্নিং বডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, তেজগাঁও কলেজ গভর্নিং বডির সদস্য ড. এমডি জহিরুল হুদা (জালাল), মোঃ এমডি ফখরুল ইসলাম ভূঁইয়া এবং মোঃ এমডি আনোয়ারুজ্জামান আনোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে অনন্য ভূমিকা রাখবে। মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন বলেন, “শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আধুনিক মিডিয়া জগতে নিজেদের দক্ষ করে গড়ে তোলার জন্য এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে। কলেজ প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”
শর্ট ফিল্মগুলোতে শিক্ষার্থীরা সৃজনশীলতা, সামাজিক দায়বদ্ধতা এবং সমকালীন নানা ইস্যু তুলে ধরেন। প্রদর্শনী শেষে সেরা শর্ট ফিল্ম নির্মাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.