শিরোনাম
এইচএসসি ফল প্রকাশ: তেজগাঁও কলেজে পাশের হার ৬৮.৫০ শতাংশ তেজগাঁও কলেজে ফুটপাত দখলমুক্ত অভিযানের তিনদিন পরই ফের দখল, শিক্ষার্থীদের ক্ষোভ সার সংকট কৃষকদের নায্য দাবি নিয়ে এই ঐক্যবদ্ধ হয়ে ডিসি অফিস ঘেরাও করুন ঠাকুরগাঁওয়ে : মির্জা ফখরুল অবশেষে ৩৩ বছর পর গণমাধ্যম কর্মীদের জন্য উম্মুক্ত হলো রংপুর প্রেসক্লাব রংপুর শ্রম দপ্তরে সহকারীর রাজত্ব: আদালতে মামলার অজুহাতে ঘুষ বাণিজ্য এপিপি আরিফের বিরুদ্ধে নারী সাংবাদিককে হেনস্থা ও হুমকির অভিযোগ কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে কুমিল্লা জেলা পুলিশ কামরাঙ্গীচর থানা বিএনপির নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,আহব্বায়ক মোহাম্মাদ নাঈম কুমিল্লায় বিদেশি অস্ত্র ও মাদকসহ ২ যুবক গ্রেফতার রাজনৈতিক সিদ্ধান্তে ভূল করে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

Juyel Khandokar

শিল্পী আক্তার রংপুর জেলা প্রতিনিধি:- রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও রাজনৈতিক নেতা আনিছুর রহমান লাকু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ অক্টোবর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

‎তাঁর মৃত্যু সংবাদে রংপুরসহ সারাদেশের বিএনপি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজনৈতিক সহকর্মীরা বলছেন, আনিছুর রহমান লাকু ছিলেন একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা যিনি রাজনীতিকে জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখতেন।

‎রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আসন্ন রংপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে দলীয় কার্যক্রম শেষে ঢাকা থেকে রংপুরে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনিছুর রহমান লাকু। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ১০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎আনিছুর রহমান লাকু রংপুর নগরীর নুরপুর এলাকার বাসিন্দা ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। সৎ, সাহসী ও সাংগঠনিক দক্ষতার কারণে দ্রুতই তিনি দলের নেতৃত্বে উঠে আসেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

‎২০২২ সালে কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি রংপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠেয় জেলা বিএনপির সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আনিছুর রহমান লাকু ছিলেন রংপুর অঞ্চলে বিএনপির পুনর্গঠনে অন্যতম অগ্রদূত। তাঁর নেতৃত্বে জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল হয়েছিল। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দলের তৃণমূল পর্যায়ে ঐক্য ও উদ্দীপনা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

‎তাঁর আকস্মিক মৃত্যুর খবরে বিএনপির শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, জাতীয় নির্বাহী কমিটি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা এক বিবৃতিতে বলেন, “আনিছুর রহমান লাকুর মৃত্যুতে বিএনপি একজন আদর্শবান, ত্যাগী ও সংগ্রামী নেতাকে হারিয়েছে। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।”
‎রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতারা সকাল থেকেই নুরপুরে অবস্থিত তাঁর বাসভবনে ভিড় জমাতে থাকেন। শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানানোর পাশাপাশি অনেকে তাঁকে স্মরণ করেন এক “সহজ-সরল, মানবিক ও কর্মীবান্ধব” নেতা হিসেবে।

‎দলীয় সূত্রে জানা গেছে, মরহুম আনিছুর রহমান লাকুর জানাজা নামাজ রংপুর নগরীর কালেক্টর  ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বাদ আসর। জানাজায় কেন্দ্রীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ‎আনিছুর রহমান লাকুর মৃত্যুতে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, সাধারণ মানুষও শোকাহত। রংপুরের মানুষ বলছেন, তিনি ছিলেন এমন একজন নেতা, যিনি দলমত নির্বিশেষে সবার পাশে দাঁড়াতেন। তাঁর এই অকালে চলে যাওয়া রংপুরের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

Leave a Reply