শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

ঠাকুরগাঁওয়ের পীরগন্জে গার্লফ্রেন্ডের মালিকানা নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ,আহত ৯ জন

Juyel Khandokar

সিনিয়র রিপোর্টার, বিশাল রহমান:- পীরগঞ্জে গার্লফ্রেন্ডের মালিকানা নিয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৯ জন, ভিডিও ফুটেজ নেওয়ায় সাংবাদিকের মোবাইল ও আইডি কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২ অক্টোবর) রাত ১০ টার দিকে পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন।

এদিকে ইট পাটকেল নিক্ষেপের সময় পৌরসরের মুন্সিপাড়া এলাকার রমজান আলী নামে একজন ভ্যানচালক ফারদিন ইলেকট্রিক দোকানে সাটার কাছে আশ্রয় নিতে গেলে, মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন। আহত রমজান আলী অবস্থা আশঙ্কা জনক তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভ্যান চালক সহ মোট আহত এর সংখ্যা এখন পর্যন্ত নয়জন। সংঘর্ষের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, একজন তরুণীকে নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ তরুণীকে ছাত্রদলের দুজন নেতা তাদের গার্লফ্রেন্ড দাবি করে আসছিল বেশ কয়েকদিন আগে থেকে।

গতকাল রাতে এ দাবি নিয়ে উভয়পক্ষের মধ্যে সৃষ্ট বচসা থেকে সংঘর্ষ বেধে গেলে তা গোটা পৌর শহরে ছড়িয়ে পরে। এ বিষয়ে পীরগন্জ থানা ও পৌর ছাত্রদলের নেতাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তাঁরা কেউই ফোন রিসিভ করেননি।তবে পীরগন্জ পৌর ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিনিধিকে জানান, গার্লফ্রেন্ড নিয়ে এ ঘটনার সুত্রপাত। এদিকে সংঘর্ষ চলাকালে ভিডিও ফুটেজ নেওয়ার সময় বাদল হোসেন নামক এক সাংবাদিকের মোবাইল ফোন ও আইডি কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে।

Leave a Reply