শিরোনাম
কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা: থানায় অভিযোগ কুমিল্লা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় সংবর্ধনা লন্ডনে ও দিল্লিতে বসে আর কোন রাজনীতি হবে না- ঠাকুরগাঁওয়ে ডাকসু’র ভিপি- সাদিক কায়েম ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন: সালাহউদ্দিন আহমদ নির্বাচিত সরকার না থাকায় দেশ সিদ্ধান্তহীনতায় ভুগছে: আমীর খসরু সামনের নির্বাচন দেশের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য: রিজভী হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা: মির্জা ফখরুল জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানীমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা

Chif Editor

সাজ্জাদুল হাসনাত ইমন, চট্টগ্রাম প্রতিনিধি :- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জানা যায়, ওই কর্মশালায় অংশ নেন নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন ওরফে হোসাইন বিন ওবাইয়েদ। প্রশিক্ষণ শেষে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘উপজেলা সমবায় প্রশিক্ষণ সেমিনারে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী মহোদয়।’

পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াতসহ ছাত্র নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়। অনেকেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে উপজেলা সমবায় কার্যালয়ের দায়িত্বশীলদের সমালোচনা করে স্ট্যাটাস দেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফটিকছড়ির সমন্বয়ক কামরুল হাসান নিজের ফেসবুক ওয়ালে লিখেন, ‘নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এখন উপজেলা সমবায় প্রশিক্ষণের মিটিংয়ে। ওদের নাকি পুলিশ খুঁজে পাই না কিন্তু তারা এখন প্রশাসনের সামনেই বসে আছে দিব্বি।’

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না বলেন, ‘একজন নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকে সরকারি কর্মসূচিতে আমন্ত্রণ জানানো বা অংশগ্রহণের সুযোগ দেওয়া প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্ন তোলে। এটি প্রশাসনের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।’

ছাত্রশিবির নেতা সাইরান কাদের চৌধুরী বলেন, ‘সরকারি অর্থে পরিচালিত প্রশিক্ষণে রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকে অন্তর্ভুক্ত করা দুঃখজনক। এর মাধ্যমে সমবায় অফিসের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে।’

উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ ভূইয়া বলেন, ‘আমরা সমবায় সমিতিগুলোকে চিঠি দিয়েছিলাম, তারা তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে। কেউ কোন দলের, সেটা আমাদের জানা ছিল না। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখব

Leave a Reply