শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

রাজধানীর মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টায় গ্রেপ্তার ০৮

Juyel Khandokar

শিল্পী আক্তার, নিজস্ব প্রতিবেদক :- রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আসাদগেট আড়ংয়ের পাশের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুর মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন,রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার।

রাজশাহীর মোহনপুরের মো. জনি, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা মুজাহিদুল, বাগেরহাটের মোল্লাহাটের মামুনুর রহমান সরদার ও মো. সজিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, সকালে গণভবন ক্রসিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিলের চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এরপর পুলিশ আসাদগেট ও লালমাটিয়া এলাকায় ধাওয়া করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে ব্যানারসহ গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, আমরা বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

Leave a Reply