শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি :- জনতার অধিকার, আমাদের অঙ্গিকার” স্লোগানকে ধারণ করে রংপুরে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২ টায় রংপুর জেলা স্কুল থেকে শাপলা পর্যন্ত এসে আনন্দ র্যালীটি শেষ হয়।এসময়ে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজিব, রংপুর জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুষার, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ইমরান খান সহ জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এসময়ে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ গণমানুষের অধিকার বাস্তবায়ন করার পরিষদ, সকল বাধা-বিপত্তি ও ত্যাগ স্বীকার সত্ত্বেও গণঅধিকার পরিষদ তার ঘোষিত চার মূলনীতি গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে! চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা জনতার অধিকার আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। রংপুর জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



