নিজস্ব প্রতিবেদক:- আজ সকাল ১১টা ঘটিকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে Political Movement of research Bangladesh (PMRB) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, মহাসচিব একেএম বশিরুল ইসলাম এবং বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান জনাব মো. আব্দুল মুকাদ্দিম ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল আমিন শিকদার এর যৌথ নেতৃত্বে গণমানুষের অধিকার আদাইয়ের লক্ষ্যে জাতীয় মুক্তি আন্দোলন নামক গঠনের ঘোষণা দেয়। উভয় দলের নেতৃবৃন্দ আশা করে বাংলাদেশে গণমানুষের আকাঙ্খা এবং গণতান্ত্রিক আন্দোলনকে গতিশীল করতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে একটি সমৃদ্ধ দেশ গঠন। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং পারষ্পরিক রাজনৈতিক সহঅবস্থানকে সুদৃঢ় করতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, যুগ্ন মহাসচিব জনাব ইলিয়াস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। আগামী সপ্তাহেই উক্ত জোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামাত ইসলামী বাংলাদেশ, এনসিপি, বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ) সহ অন্যান্য বৃহত্তর রাজনৈতিক দল ও জোটের সাথে মত বিনিময় করবে।


