শিল্পী আক্তার : রংপুর ব্যুরো :- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা তৈরি এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের পক্ষে প্রচারাভিযান।
রংপুর মহানগর বিএনপি, মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবীদল, মহানগর ছাত্রদল, মহানগর কৃষকদল, মহানগর ওলামাদল, মহানগর তাঁতীদল, মহানগর মহিলাদল, মহানগর শ্রমিকদল, মহানগর জাসাস’ এর উদ্যোগে আয়োজিত এ প্রচার প্রচারণায় সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সদস্য ও ড্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডাক্তার নিখিলেন্দ্র শঙ্কর গুহ রায়, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন প্রমুখ।


