শিরোনাম
দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন  প্রয়াত পিতাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস রাণীশংকৈলে কৃষি অফিসের কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প দিনমজুরের বাড়িতে ফটিকছড়ি আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বরিশাল-২ এ আগুন ঝরালেন নিক্সন! গণতন্ত্রের মঞ্চে জনতার ঢেউ, ফ্যাসিস্টদের টান টান টেনশন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী রংগ – ঢাকার মাস্তান দাবী করা প্রার্থীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল নিজের মতাদর্শের সরকার থাকলেও চোখে চোখ রেখে কথা বলতে ও লিখতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে : এম আব্দুল্লাহ যারা ব্যক্তি স্বার্থে ষড়যন্ত্রকারীদের সাথে আঁতাত করে তারা দলের শত্রু – শুভেচ্ছা সমাবেশে মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় নমিনেশনের দাবিতে ভাড়াটে নারীদের বিক্ষোভে অংশগ্রহণে টাকা কম দেওয়ার অভিযোগ

Juyel Khandokar

নিজস্ব প্রতিবেদক :- কুমিল্লা ৬ আসনে মনিরুল হক চৌধুরীকে নমিনেশন দেওয়ার পর থেকেই কুমিল্লায় বিএনপির একাংশ সারা শহরে মশাল মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন। সারা দেশে অধিকাংশ আসনেই এমন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়েছেন নমিনেশন না পাওয়া বিএনপির নেতা কর্মীরা। এরই ধারাবাহিকতায় কুমিল্লাতে নমিনেশন দেওয়ার পর থেকে পদুয়ার বাজার বিশ্বরোড সহ শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রকে অচলে পরিণত করছেন মশাল মিছিল সহ বিভিন্ন বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। ইতোমধ্যেই চট্টগ্রামে একজন গুলিবৃদ্ধ হয়ে নিহত হয়েছেন ও প্রার্থীসহ আহত হয়েছেন দু”জন।

নমিনেশন না পাওয়া এমপি পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমিনুল রশীদ ইয়াসিনকে নমিনেশন পাওয়ানোর জন্য আজ কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় নারীদের এক বিক্ষোভ কর্মসূচিতে ভাড়ায় আনা নারীরা টাকা কম দেওয়াতে ক্ষোভ প্রকাশ করেন। কুমিল্লা নগরী চাঁনপুর বউ বাজার এলাকা থেকে আসা কিছু নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যদেরকে ২০০ টাকা করে দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে ১০০ টাকা করে। কারণ হিসেবে জানান, দূর থেকে আসা নারীদেরকে ২০০ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু দূরের ও কাছের সকলকেই রিকশায় করে আনা হয়েছে, তবে কেন টাকা কম বেশি হবে বলে বিস্ফোরণ মন্তব্য করেন ভাড়ায় আসা নারীরা।

নমিনেশন না পেয়ে বিএনপির নমিনেশন প্রার্থীরা সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলসহ বিভিন্ন স্থানে হামলার, হত্যার বিষয় রাষ্ট্রের জনগণের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে পরছেন বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের এমনটা কর্মকাণ্ড কামনা করেন না কেউ। এতে করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে নিজেদের, নিজেদের মাঝেই। এতে করে অন্য দলেরা সুযোগ নেবেন বলেও মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply