নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক শিক্ষামন্ত্রী ও খ্যাতনামা শিক্ষাবিদ ড. ওসমান ফারুক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন করিমগঞ্জ থানা কৃষকদলের সহ-সভাপতি এবং করিমগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া।
শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা এলাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে করণীয় বিষয়ে আলোচনা করেন।

এসময় করিমগঞ্জ উপজেলা ও থানা কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে নেতাকর্মীরা ড. ওসমান ফারুকের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্যে উজ্জীবিত হন এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


