সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি :- চট্টগ্রাম -২ ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহবায়ক (অবঃ) কর্ণেল আজিম উল্লাহ বাহার চৌধুরীর কর্মী-সমর্থকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে ফেনী–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হওয়া মজলুম পরিবারবর্গের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিগত সময়ে উপজেলা বিএনপির আহবায়ক আজিমুল্লাহ বাহারের নেতৃত্বে মূল দলসহ ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করে তাক লাগিয়ে দিয়েছে। ফটিকছড়ি বিএনপি ঐক্যবদ্ধ ছিল।’
তাকে মনোনয়ন না দিয়ে অন্য একজনকে মনোনয়ন দেওয়ায় পুরো ফটিকছড়ি এখন নিস্তব্ধ হয়ে গেছে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানাবো, চট্টগ্রাম- ২ ফটিকছড়ি আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করে কর্ণেল আজিমুল্লাহ বাহারকে যেন প্রার্থী ঘোষণা করা হয়।
এ সময় বক্তারা আরও বলেন, ‘দলীয় মনোনয়ন বোর্ডে যারা দায়িত্ব ছিল তারা কারচুপি করে যে মনোনয়ন দিয়েছে তা খুব পরিতাপের বিষয়। এখন আমাদের সন্দেহ হচ্ছে, আগামী নির্বাচনে ফটিকছড়ি আসনে মনোনয়ন পরিবর্তন না হলে আসনটি হারানোর সম্ভাবনা রয়েছে।’
দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বেলাল হোসেন বলেন, সরওয়ার আলমগীরের কর্মী-সমর্থকদের উসকানিমূলক আচরণে দলের অভ্যন্তরে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তিনি দ্রুত দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম চৌধুরী, বিএনপি নেতা মো. লোকমান হোসেন, আবুল কালাম, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা ঘোষণা কবির, সেলিম মজুমদার, আখতার আলী, ছাত্রদল নেতা কাদের প্রমুখ।


