শিরোনাম
রাণীশংকৈলে আওয়ামীলীগের ৪জন গ্রেপ্তার ওসি’র বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অভিযোগ ভূজপুরে রাজনৈতিক মামলায় নিরীহ মানুষ গ্রেপ্তার: এসআই খালেদের অপসারণ দাবিতে থানাঘেরাওয়ের ঘোষণা রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভিড় বরিশালে পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে ভোটের মাঠে মির্জা ফখরুলের স্ত্রী নির্ভীক, পরিষ্কার ও সোজাসাপ্টা,এলবার্ট রিপন বল্লভ এবার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। ভোট হলে জামাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল দেশের গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে স্থানীয় সাংবাদিকদের সহায়তা চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রতীকী ফাঁসি মঞ্চস্থ করে দিনাজপুর-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে মানববন্ধন ফটিকছড়িতে  বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন 

রাণীশংকৈলে আওয়ামীলীগের ৪জন গ্রেপ্তার ওসি’র বিরুদ্ধে বিএনপি-জামায়াতের অভিযোগ

Juyel Khandokar

অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান (৫০) একই ইউনিয়নের আওয়ামীলীগ কর্মী জিয়াউর রহমান (৪০)। এছাড়াও বাচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামীলীগ নেতা হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা সারোয়ার লিয়ন (৩২) কে সন্ত্রাস ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী’র উপজেলা সেক্রেটারী রজব আলী অভিযোগ করে বলেন, আ’লীগের নামে ওসি আমাদের দলীয় নেতা কর্মিদের গ্রেফতার করেছে। ভরনিয়া সম্পদবাড়ী এলাকার এনামুল হকের পুত্র নেনারুল আমাদের দলীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্য অথচ ওসি তাকে আ’লীগ দেখিয়ে গ্রেফতার করেছে। অপরদিকে পীরগঞ্জ যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু রাজোর গ্রামের মৃত বজির উদ্দিনের ছেলে হামিদুর রহমান কে ছেড়ে দিতে অনুরোধ করেন। ওসি তার কথায় কোন কর্ণপাত না করলে ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন হামিদুর তোমার বাবা কোথায় আওয়ামীলীগ করেছে তুমি দেখাও। এসময় ওসি সহ পুলিশের সকল কর্মকর্তারা অবাক হয়ে তাকিয়ে ছিলেন।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ মামলার প্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply