নিজস্ব প্রতিবেদক :- জেলায় দুই ছাত্রলীগ নেতাসহ আটক দশ বিশাল রহমান,ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁও জেলায় গতকাল ১২ নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ দশজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে পীরগন্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদীন ও ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক মেহেদী হাসান লিপুসহ দশজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ।
এদিকে জেলার রাণীশংকৈল থানায় আটক দুজন আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পার্শ্ববর্তী পীরগন্জ থানা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠু রাণীশংকৈল থানায় গিয়ে চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে থানার ওসি ও কর্তব্যরত পুলিশ সদস্যদের অশ্রাব্য ও অশালীন ভাষায় গালিগালাজ করে।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পরলে জেলাব্যাপী তোলপাড় শুরু হয়।এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাইল ফোনে জানান, আওয়ামী লীগের ঐ দুকর্মীকে ছাড়িয়ে নিতে প্রথমে ঘুষ দেওয়ার প্রস্তাব দেয় মিঠু।ওসি ঐ প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় মিঠু। এ বিষয়ে পীরগন্জ থানা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠুর প্রতিক্রিয়া জানতে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র