বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়। তিনি বলেন, আজ সবাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচিত সরকার এলে সাংবিধানিক থেকে অর্থনৈতিক—সব ধরনের সমস্যারই সমাধান হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত হলেই দেশের চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব।শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরাম আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু আরও বলেন, দেশে যে সমস্যাগুলো পুঞ্জিভূত হয়েছে, তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে। এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি। জনগণের প্রধান চাহিদা- গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটি উৎসবমুখর নির্বাচন। ছোটখাটো ইস্যুতে জনগণের মনোযোগ নেই, সবাই চায় নির্বাচন।
শেখ হাসিনার বিরুদ্ধে রায় সম্পর্কে তিনি বলেন, রায় কোনদিকে যাবে তা বিচারবিভাগের ওপর নির্ভর করে। তাই সবার উচিত বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা।