রাঙ্গামাটি শহরস্থ হোটেলে নারী ও গাজা দিয়ে এক মেম্বারকে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করেছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ। গতকাল শনিবার ২২-১১-২০২৫ইং তারিখ রাতে রাঙ্গামাটি শহরস্থ ( মোটেল জর্জে – হোটেলের )একটি রুমে বুড়িঘাট ৫নং ওয়ার্ড মেম্বার ও নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য মোঃ মোস্তফা (৪০) কে আটকে রেখে ১০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে রাঙ্গামাটি জেলা ছাত্রদল ও সদর উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িঘাট ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোস্তফা ব্যাবসায়িক কাজে গতকাল নানিয়ারচর থেকে রাঙ্গামাটিতে আসেন। কাজ শেষে রাত হয়ে যাওয়ায় তিনি রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সুজন এবং রাঙ্গামাটি সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রহিম-এর সহায়তায় ( মোটেল জর্জে – হোটেলের ) ০৩ নং রুমে রাত্রিযাপনের জন্য বুকিং নেন। অভিযুক্ত সুজন ও রহিম একই সাথে ০১ নং রুম বুকিং করেছিলেন।
আনুমানিক রাত ৮:৩০ মিনিটের সময় অভিযুক্ত মোঃ সুজন ও মোঃ রহিম পূর্ব-পরিকল্পিতভাবে ‘প্রিয়া’ নামে একজন মহিলাকে মেম্বার মোস্তফার রুমে ঢুকিয়ে দেন। এরপর ইয়াবা ও গাঁজা বের করে এনে মেম্বারকে ফাঁসানোর ভয় দেখিয়ে ১,০০,০০০০/- (দশ লক্ষ) টাকা চাঁদা দাবি করেন। মেম্বার মোস্তফা টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতভর তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে জানা যায়।
মান-সম্মান হারানোর ভয়ে মোঃ মোস্তফা আজ রবিবার ২৩-১১-২০২৫ইং তারিখ দুপুর ১২টার সময় বিকাশ ও নগদের মাধ্যমে ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা সুজন ও রহিমকে প্রদান করেন।
অভিযোগ অনুযায়ী, চাঁদার টাকা পাওয়ার পরেও অভিযুক্তরা থেমে থাকেননি। তারা মেম্বার মোস্তফাকে উলঙ্গ করে প্রিয়া নামের নারীর সাথে আপত্তিকর অবস্থায় কিছু ছবি ধারণ করেন, এবং এই ঘটনা কাউকে জানালে ছবিগুলো ‘ভাইরাল’ করে দেওয়ার হুমকি দেন।
ঘটনার খবর পেয়ে নানিয়ারচর থেকে মেম্বার মোস্তফাকে নিয়ে যাওয়ার জন্য তার স্ত্রী এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান মোটেল জর্জে আসেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার কিলো-৩ এসআই চন্দন-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আজ বিকাল ৪:০০টার সময় মোটেল জর্জ থেকে রাঙ্গামাটী জেলা ছাত্র-দলের সহ-সভাপতি মোঃ সুজন, রাঙামাটি সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রহিমকে আটক করে রাঙ্গামাটী কোতোয়ালি থানায় নিয়ে যায়। উক্ত বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।


