নির্বাচন নিয়ে একটি দল একেক সময় একেক কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপির সহযোগিতায় শিক্ষাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফ্লাইবুক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, দেশের স্বার্থেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। যারা এক সময় এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের কথায় কোনো কিছু বাস্তবায়ন করা যাবে না বলে সাফ জানান তিনি।
এ সময় তিনি বলেন জ্ঞানের বিস্তার, শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও শিক্ষার গণতন্ত্রীকরণে ফ্লাইবুক এক নতুন যুগের সূচনা করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান ‘ফ্লাইবুক’ এর উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন।
এই প্রকল্পের উদ্যোক্তারা জানান, ফ্লাইবুক ভবিষ্যতমুখী শিক্ষা-প্রযুক্তি প্ল্যাটফর্ম। যেখানে শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইনে সারা দেশে ঘরে ঘরে লাইব্রেরি সেবা পৌঁছে দেওয়া হবে। ফ্লাইবুকে থাকছে এআই ভিত্তিক এক্সাম সিস্টেম—যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা অক্সফোর্ডসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান আয়োজকরা।


