শিরোনাম
নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী দেশে একের পর এক ভূমিকম্পের পেছনে কারণ কী? হান্নান মাসউদকে নিয়ে ভিডিও বার্তায় বিস্ফোরক মন্তব্য করলেন নীলা ইসরাফিল আগুনে পুড়ছে কড়াইল বস্তি, পানি সংকটে পেতে হচ্ছে বেগ, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন শাহবাগ রণক্ষেত্র, যান চলাচল বন্ধ ৪১৬৬ পদে সহকারী শিক্ষক নিয়োগ, দ্রুত আবেদন করুন ভবানীপুর প্রাইমারি স্কুলের ওয়াশব্লকের কাজ করছে ঠিকাদার নিজের খেয়াল খুশি মত , দেখার কেউ নেই চট্টগ্রাম বন্দর বিদেশীদের নিকট লিজ নয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র : মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলার আসামি গ্রেফতারে বৈষম্যের অভিযোগ, বিভিন্ন পেশাজীবনে সংগঠনে দূর্বৃত্তরা

নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী

Juyel Khandokar

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নেই। চূড়ান্ত প্রস্তুতি আছে। তফসিল ঘোষণার সঙ্গে আরও যে প্রস্তুতি থাকা দরকার, সেগুলো নেওয়া শুরু করবে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি তো এমনি দেখি না। সাধারণ মানুষের মধ্যে কেউ শঙ্কা দেখছেন বলে আমি মনে করি না। বিএনপিও মনে করে না কারও মধ্যে শঙ্কা আছে।

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, নির্বাচনে ভোটারদের ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। তাদের মধ্যে উদ্দীপনা আছে, আনন্দমুখর পরিবেশে তারা ভোট দিতে চায়। সেই আনন্দমুখর পরিবেশ বিঘ্ন হওয়ার মতো কোনো উপাদান দেখতে পারছি না।

রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে, যেটা অন্তর্বর্তী সরকার অঙ্গীকার করেছে। সেখানে প্রত্যেক ভোটার ও রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস।

Leave a Reply