ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ রাখার বিষয়টি নিশ্চিত না হলে সাংবিধানিক সংস্কার পূর্ণতা পাবে কি-না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, মানুষ গণভোটের মাধ্যমে তাদের মতামত জানাতে উদগ্রীব।
আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মিরপুর ১১-তে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিরোধী মত দমন করা হবে না, বরং সবার জন্য পূর্ণ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি নগরবাসীর কাছে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন এবং বিএনপি ঘোষিত ৩১ দফার নাগরিক সুবিধার কথা তুলে ধরেন। এর মধ্যে তিনি ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বেকারদের কর্মসংস্থান নিশ্চিতের অঙ্গীকার করেন।
স্বেচ্ছাসেবক দল আয়োজিত এই গণমিছিলটি মিরপুরের কালশী মোড় হয়ে, লালমাটি সড়ক প্রদক্ষিণ করে মিরপুর ১১ নম্বর বাজারে গিয়ে শেষ হয়। মিছিলটি ঢাকা-১৬ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে অংশ নেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনিসহ উত্তরের অন্যান্য নেতারা।



