বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক ও বীমা খাতে আনা হবে বড় সংস্কার : আমীর খসরু

Juyel Khandokar

বিএনপি সরকার গঠন করলে দেশের ব্যাংক ও বীমা খাতগুলোতে বড় ধরনের কাঠামোগত সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেইসঙ্গে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দলীয়করণ মুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বর্তমান আর্থিক খাতের দুরবস্থার সমালোচনা করে বলেন, দেশে অনেক ইনস্যুরেন্স কোম্পানি আছে যারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না।

তিনি উল্লেখ করেন, “এ রকম ২০টি কোম্পানি আছে দেশে। যারা লুটপাট করেছে সেইসব ইনস্যুরেন্স কোম্পানির অবস্থাগুলো আজ ভেবে দেখুন।”

তিনি দৃঢ়ভাবে জানান, আগামী দিনে ক্ষমতায় এলে বিএনপি এই অনিয়ম চলতে দেবে না এবং এসব জায়গায় বড় সংস্কার করতে হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে। তাই এ প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অনেক ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংক তৈরি করা হয়েছে, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব প্রতিষ্ঠানের কোনো জবাবদিহি না থাকার কারণে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর মতে, একটি নির্বাচিত সরকার এ খাতগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনবে।

Leave a Reply