শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রেজা কিবরিয়া নির্বাচন ঘিরে পরিস্থিতি নানাভাবে ঘোলাটে করার চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ালো ইসি দুই দশকেরও বেশি সময় ধরে আটক ফিলিস্তিনি নেতা বারঘুতির মুক্তির দাবিতে আন্তর্জাতিক ক্যাম্পেইন শুরু চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন বেগম খালেদা জিয়ার সুস্থতা মানেই জাতির স্বস্তি: অমানউল্লাহ আমান মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক গ্রেফতার, ২০ মামলার আসামির পতনে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর কোরআন খতমে যাওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় এক হাফেজ নিহত

বেগম খালেদা জিয়ার সুস্থতা মানেই জাতির স্বস্তি: অমানউল্লাহ আমান

Chif Editor

বেগম খালেদা জিয়া নির্দিষ্ট কোনো দলের নন, তিনি সারাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া হাসলে বাংলাদেশের মানুষও হাসে। আর তিনি কাঁদলে গণতন্ত্রকামী মানুষও কাঁদে। বেগম জিয়ার সুস্থতা মানেই জাতির স্বস্তি।’

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অমানউল্লাহ আমান বলেন, ‘বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের নেত্রী নন; তিনি সারা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে তার আপসহীন ভূমিকা অনন্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে তার অভিজ্ঞ নেতৃত্ব আজও প্রয়োজন।’

নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এছাড়া উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের আহ্বায়ক হাজী সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Leave a Reply