শিরোনাম
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৬ মামলা চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না: চরমোনাই পীর চেক প্রতারণা মামলায় আ.লীগ নেত্রী কারাগারে নির্বাচন ও গণভোট ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হতে পারে: ইসি আনোয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ভুয়া শিক্ষার্থী আটক সরকারের বিশেষ বৈঠক, খালেদা জিয়াকে নিয়ে যেসব সিদ্ধান্ত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা মালদ্বীপের টেলিথনে শ্রীলঙ্কানদের আবেগঘন অংশগ্রহণ; দুর্যোগ সহায়তায় ২.৩৭ মিলিয়ন এমভিআর সংগ্রহ রংপুরের বিভাগীয় সমাবেশ সফল করতে কুড়িগ্রামে ৮ দলের স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চেক প্রতারণা মামলায় আ.লীগ নেত্রী কারাগারে

Chif Editor

চেক প্রতারণা মামলায় বরিশালের বাকেরগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার রুনসী গ্রামে অভিযান চালিয়ে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজায়।

শাহনাজ পারভীন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও  পৌর এলাকার রুনসী গ্রামের হালিম খানের স্ত্রী।

পুলিশ জানায়, ২০১৯ সালে পটুয়াখালীর একটি চেক জালিয়াতি মামলায় যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীনকে এক বছরের সাজার আদেশ দেন। একইসঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশও দেয়া হয়। এ রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ওসি আবুল কালাম আজায় জানান, তিনি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply