প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না: চরমোনাই পীর
বরিশালের মাটি ইসলামের খাঁটি মাটি মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে, উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই সমাবেশের মাধ্যমে আমরা স্পষ্ট করতে চাই দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ‘জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এর ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে মহাসমাবেশে চরমোনাই পীর এ কথা বলেন।
সমাবেসে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর সাবেক সরকারগুলোর বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তোলেন।
এতে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মুজিবুর রহমান।
বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত ইসলামপন্থী আট দলের মহাসমাবেশে যোগ দেওয়া বিপুল মানুষের উপস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, ‘এটি প্রমাণ করে দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।’
চরমোনাই পীর বলেন, ‘জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, পরিবার হারিয়েছে আপনজন।
জুলাই শহীদদের সঙ্গে বেঈমানি যারা করবে, তাদের জায়গা বাংলাদেশে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে। দেশের সম্পদ নিয়ে ষড়যন্ত্র ও লুটপাট চলছে। চাঁদাবাজদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আপনাদের ঠাঁই আর হচ্ছে না।’
‘শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না কিন্তু দুর্ভাগ্য ভাত পাক করে রেখে গেছেন, খেতে পারেননি। মানুষ পরিবর্তন চায়। ইসলামী দলগুলোর জোট ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে এবং দেশ উন্নয়নের পথে এগোবে’, যোগ করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থ রাজনৈতিক নেতাদের জন্য দোয়া কামনা করেন।
বরিশালের বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত এ মহাসমাবেশে ইসলামপন্থী আটটি দলের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত নেতারা পাঁচ দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.