
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটি ভাষণ রেকর্ড করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ সোমবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকে এ কথা বলেন ইসি সচিব।
তিনি বলেন, সিইসি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটি ভাষণ রেকর্ড করবেন। রেকর্ডের বিষয়বস্তু এবং সময় সিইসি নির্ধারণ করবেন। কিন্তু একটি রেকর্ডিং হবে এটা নিশ্চিত।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। ১০ তারিখে রেকর্ড করা হবে কি-না, হ্যাঁ হবে। কিন্তু বিষয়বস্তু এবং কখন করবেন এটা সিইসির ওপর ছাড়েন।
তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন, তাদের তফসিল ঘোষণার ১৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। যেন তারা নির্ধারিত ঠিকানায় পোস্টাল ব্যালট পেতে পারেন।
ভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, প্রস্তুতি গত বছরের ২৪ নভেম্বর থেকেই শুরু হয়েছে। ধারাবাহিকভাবে একটু একটু করে এখানে এসেছে।
উল্লেখ্য, বিটিভি ও বেতারে সিইসির ভাষণের মধ্য দিয়েই মূলত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।



