
নিজস্ব প্রতিবেদক :- এখনো পর্যন্ত কুমিল্লায় ধরা ছোঁয়ার বাইরে দুই আওয়ামী ফ্যাসিস্ট! ছবি থাকা নেকজন আ: সামাদ ভূঁইয়া(৫৮) আরেক জন দুলাল হোসেন(৩৭)। দু”জনই আওয়ামীলীগের ফ্যাসিস্ট ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা কারী এবং ৩ আগষ্ট ২০২৪ শান্তি মিছিলে অংশগ্রহণ কারী ছিলেন বলে জানা যায়।
এই ফ্যাসিস্ট দুজন এখনও বহাল তবিয়্যতে বিভিন্ন সংগঠনে পদ-পদবীতে বহাল আছেন। আ: সামাদ ভূঁইয়া কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ত্রাস হেলাল কমিশনার ও কুমিল্লা টাউনহলের শোষক জাহাঙ্গীরের প্রধান সহযোগী। তার বর্তমান বাসা কুমিল্লা শহরের কান্দির পাড়ের শিশুমঙ্গল রোডের সেফা আল্ট্রাসনোগ্রাফির বিল্ডিংয়ের পশ্চিম পাশের ফ্ল্যাটের দ্বিতীয় তলা থাকেন, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা গোপিনগর গ্রামের মৃত তইয়্যব আলীর পুত্র।
দলীয় পরিচয়ের জোরে খাটিয়ে দান ও সুদের কারবারী, তার আপন ছোট ভাই জালালকে দিয়ে মাদক পাচার (১০) লক্ষ টাকার সমপরিমান মাদক পাচার মামলায় হাতেনাতে গ্রেফতার হয়ে এখনও সে কারাগারে ও সন্ত্রাসী সহ বহু অপকর্ম করে বেঁচে গেছে সে। আর দুলাল হোসেন হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, আ: সামাদের একান্ত সহযোগী, তার বাসা, কুমিল্লা শহরের বাঁগিচাগাঁও স্টেশন রোডে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাদলা গ্রামের নসু মিয়ার পুত্র, সেও আওয়ামী ফ্যাসিস্ট আ: সামাদের প্রধান সহযোগী। তারা এখনও আগের মতই অপকর্ম করে বেড়ায়।


