শিরোনাম
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ দেশে প্রথমবারের মতো ভয়ংকর ‘এমডিএমবি’ মাদকের বিরাট চালান জব্দ বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে : শামসুজ্জামান দুদু নির্বাচনে নাহিদ, সারজিস, হাসনাত ও জারারা যাদের বিপক্ষে লড়বেন ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজ হবে না : তারেক রহমান ধরা ছোঁয়ার বাইরে থাকা কুমিল্লার দুই আওয়ামীলীগ ফ্যাসিস্ট – সিরিজ ০১ টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল শিশু সাজিদ আর বেঁচে নেই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, জানালেন রয়টার্সকে

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

Chif Editor

অনলাইন ডেস্ক:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিলেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার নতুন সুযোগ এসেছে। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি।’

তিনি আরও বলেন, ‘এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।’

আসিফ জানান, তিনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাবেক এই উপদেষ্টা বলেন, তার সঙ্গে বড় কোনো রাজনৈতিক দলের সহায়তা, বিশাল কর্মী বাহিনী কিংবা পর্যাপ্ত অর্থ—কোনোটিই নেই। তাই জনগণের সমর্থনই তার প্রধান শক্তি। তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন। আমার দায়বদ্ধতা থাকবে শুধুই আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী।’

তিনি আরও আহ্বান জানান, ‘এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।’

Leave a Reply