নেতাকর্মীদের প্রায়ই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, টার্গেট কিলিংয়ের উদ্দেশে ৭০ জনের তালিকা করা হয়েছে।
তিনি বলেন, একটা ছেলে (ওসমান হাদি) মরতে মরতে বেঁচে গেছে। আল্লাহ তাকে রুহ হায়াত দান করুন। এই ধরনের ছেলেগুলোকে হত্যা করবেন? আমরা শুনলাম, শোনা কথা—প্রায় ৭০ জনের মতো তালিকা করেছেন হত্যা করবেন। প্রায়ই আমরা ফোন পাই। আমার বহু নেতাকর্মী ফোন পেয়েছে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, একটি দল আগামী নির্বাচন সামনে রেখে বলছে, তারা ৫৪ বছরের প্রতিশোধ নিতে চায়।
তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী গজিয়েছে, তারা বলে বিএনপি ঠেকাও। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কথা বলে না।
মির্জা আব্বাস আরও বলেন, সেই ১৯৭১ সাল থেকে হত্যাকাণ্ড শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। সেই ৭১ সালের গোষ্ঠী বাংলাদেশে আবার আবির্ভূত হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাচেষ্টা সম্পর্কে তিনি বলেন, একটি মানুষকে এভাবে হত্যাচেষ্টার কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে আরও বহু নির্বাচন যাবে। কিন্তু এই ধরনের কাজ (হত্যাকাণ্ড) যারা করে তারা চিহ্নিত একটি দল। তারা বাংলাদেশের মানুষকে কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না।
এসময় হত্যাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সকল রকমের হত্যাকাণ্ড থেকে দূরে আছি, দূরে থাকবো। কিন্তু হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে বিএনপি সকল সময় তাদের প্রতিরোধ করবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.