অনলাইন ডেস্ক :- জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার পর তার নির্বাচনী প্রচারণায় ছেদ পড়েছিল। তবে এবার তার পাশে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভোরে ফজরের নামাজের পর মসজিদের সামনে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। কিন্তু গত ১২ ডিসেম্বরের সন্ত্রাসী হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
রোববার (১৪ ডিসেম্বর) মহিউদ্দিন রনি ঘোষণা দেন যে তিনি হাদির পক্ষে ভোট চাইবেন। সেই অনুযায়ী, আজ সকালে তিনি বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন। তিনি ভোটারদের কাছে ওসমান হাদির জন্য ভোট চাওয়ার পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
মহিউদ্দিন রনি বিষয়টি ফেসবুকে জানিয়ে লেখেন, “ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।” তিনি বলেন, বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাদির জন্য দোয়া করছে। মানুষের এমন শুভকামনা দেখে রনি বিশ্বাস করতে শুরু করেছেন যে, ওসমান হাদি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।
এদিকে, গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে বলে জানা গেছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.