শিরোনাম
সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন: শায়খ আহমাদুল্লাহ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা সারাদেশে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত সন্তানের নাম ওসমান হাদি রাখলেন ঢাবির সাবেক শিক্ষার্থী হিন্দু দিপু দাসকে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে মারার চাঞ্চল্যকর তথ্য দিল র‍্যাব উল্টে যাওয়া বিমান থেকে বেঁচে ফিরেছিলেন তিনি ‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ ঘোষণা রাকসু জিএসের নারায়ণগঞ্জে ফেরি থেকে পড়ে গেছে ট্রাকসহ কয়েকটি যানবাহন, নিখোঁজ ১ রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ ঘোষণা রাকসু জিএসের

Chif Editor

অনলাইন ডেস্ক:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফ্যাসিবাদের সহযোগী শিক্ষক এবং আওয়ামীপন্থী ডিনদের অপসারণে কঠোর অবস্থান নিয়েছেন রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) জিএস সালাহউদ্দিন আম্মার। বিশ্ববিদ্যালয়ের ৬ জন ডিনের পদত্যাগ নিশ্চিত করতে তিনি ‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সালাহউদ্দিন আম্মার জানিয়েছেন, রোববার সকাল ১০টায় রাকসু ভবনের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে। লক্ষ্য হলো আওয়ামীপন্থী ছয়জন ডিনের পদত্যাগ নিশ্চিত করা।

তিনি পোস্টে উল্লেখ করেন, রাবি প্রশাসন দেড় বছর সময় পেয়েছে, এখন সময় বিপ্লবীদের।

ফ্যাসিবাদের সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিহ্নিত করতে তিনি সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন। অভিযুক্তদের নাম, পদবি এবং অপরাধের প্রমাণাদি তার ফেসবুক ইনবক্স অথবা নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সালাহউদ্দিন আম্মার তার বক্তব্যে শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সতর্ক করেন, আওয়ামী লীগের প্রতি নমনীয়তা সাধারণ শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংস্কার, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ‘অপারেশন’ চালানো হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক সমাবেশেও আম্মার হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ফ্যাসিবাদের মদদপুষ্ট কাউকে বিশ্ববিদ্যালয়ে আর ছাড় দেওয়া হবে না।

Leave a Reply