শিরোনাম
দেবিদ্বারে ৯৯৯-এ কল করায় বিএনপি নেতাকে পিটিয়ে জখম ও লুটপাটের অভিযোগ “রংপুর সদর আসনে জি.এম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহ” “রংপুর-৩ আসনে সামসুজ্জামান সামু এর পক্ষে বিএনপি’র মনোনয়ন উত্তোলন” শনিবার সন্ধ্যার রাজনীতি: তিন নেতার বক্তব্যে নতুন আলোচনা, নতুন সমীকরণের ইঙ্গিত দেবিদ্বারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আব্দুল করিম অপরাধী বানানো সহজ, প্রমাণ কঠিন-নিজের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা দাবি রুপকের! রাণীশংকৈলে শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আমাদের আরও হাজার হাজার, শত শত হাদির প্রয়োজন: শায়খ আহমাদুল্লাহ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

দেবিদ্বারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আব্দুল করিম

Chif Editor

কুমিল্লা দেবিদ্বার প্রতিনিধি :- কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
রবিবার সকালে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ হরেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদুল ইসলাম , ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলা শাখার উপদেষ্টা ডাঃ মহসিন আলম, এটিএম সাইফুল ইসলাম মাসুম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওঃ নুরুল ইসলাম উসমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেবিদ্বার উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক মাওঃ বাছির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলা শাখার উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাসুম বলেন, ২৪-এর জুলাই আগস্ট আমাদের জন্য আরেকটি সুযোগ তৈরি করেছে। ৫৪ বছরের জমা হওয়া জঞ্জাল দূর করে দেশকে নতুনভাবে গড়ে তোলার আরেকটি সুযোগ এসেছে। স্বাধীনতাকে অর্থবহ করার সম্ভবনা তৈরি হয়েছে। সেই সম্ভাবনা আমাদের কাজে লাগাতে হবে। এবার বুঝে শুনে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে ভোটাররা। ইসলামের পক্ষে ভোট দেবে ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুল করিম বলেন, “দেবিদ্বারবাসীর ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে আমি সততা, যোগ্যতা ও ইসলামী আদর্শের ভিত্তিতে এ এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রাখব।”

Leave a Reply