শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতার পদত্যাগ সাংবাদিক নূরুল কবীরের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাল জামায়াত ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভানের’ যাত্রা শুরু সৎ প্রার্থী বেছে চিন্তা-ভাবনা করে ভোট দিন: প্রধান উপদেষ্টা বিএনপিতে যোগ দিলেন জোটের আরেক নেতা অন্তর্বর্তী সরকার তার বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে: দেবপ্রিয় ভট্টাচার্য তারেক রহমানের আগমন, দেশের রাজনৈতিক আকাশে আগাম বসন্তের হিল্লোল লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক দেবিদ্বারে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

দেবিদ্বারে জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন

Chif Editor

কুমিল্লা, দেবিদ্বার উপজেলা প্রতিনিধি :- কুমিল্লার দেবিদ্বারে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)’ এর দেবিদ্বার উপজেলা এবং দেবিদ্বার পৌরসভা শাখা ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি ইউসুফ হোসেন খান এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটি
দেবিদ্বার উপজেলা শাখায় মো: সুজন আহমেদ-কে আহ্বায়ক এবং জয়নাল আবেদিন শিমুল-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাইদ, আরাফাত সানি, ইমরান হোসেন শিকদার এবং উজ্জ্বল পাটোয়ারী। সদস্য সচিব- মো: শাহিন সারওয়ার। সদস্য হিসেবে রয়েছেন ওমর ফারুক সুমন, তানভীর আহম্মেদ, মহিউদ্দিন সরকার এবং রাকিব মুন্সি।

অন্যদিকে দেবিদ্বার পৌরসভা আহ্বায়ক কমিটি শাখায় তানবির আহম্মেদ-কে আহ্বায়ক এবং কামরুল হাসান-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
এই কমিটিতেও ১১ জন সদস্য রয়েছেন- যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, আপন হোসেন ইমন এবং ইমতিয়াজ আহমেদ মামুন। সদস্য সচিব হিসেবে রয়েছেন নাছির সরকার। সদস্য হিসেবে রয়েছেন মো: ইব্রাহিম খলিল, মো: রাসেল, মো: সাকিবুল হাসান, নাজমুল হোসেন এবং আশরাফুল পাঠান।

উভয় কমিটির বিজ্ঞপ্তিতেই একটি বিশেষ নির্দেশনার (বি: দ্র:) মাধ্যমে জানানো হয়েছে যে, নবগঠিত এই আহ্বায়ক কমিটিগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

অনুমোদন পত্রে কুমিল্লা উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটিগুলো সাইবার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রচারে এবং দলীয় লক্ষ্য বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

Leave a Reply