প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক :- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নয় নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন—খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইমারত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন শেখ এবং ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বৃন্দাবন বিশ্বাস।
এছাড়া খান্দারপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. ইমারত খোন্দকার, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন রাকিব, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোক্তার ফকিরও পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. বিল্লাল শরীফ জানান, তাঁরা দীর্ঘদিন ধরে খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যক্তিগত সমস্যার কারণে তারা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, সোমবার থেকে তাঁদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.