অনলাইন ডেস্ক :- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ সম্প্রতি মেটা কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে। পেজটিতে ৩০ লাখেরও বেশি ফলোয়ার ছিল বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত থেকে হঠাৎ তার পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সর্বশেষ তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। কেন তার আইডি রিমুভ হয়েছেে এর কারণ জানালেন আসিফ মাহমুদ। তার দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে পেজটি ব্যাপকভাবে রিপোর্ট করা হয়, যার ফলেই শেষ পর্যন্ত পেজটি বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ওসমান হাদি ভাইয়ের সঙ্গে সম্পর্কিত সব পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করার ফলে আমার অফিসিয়াল পেজ (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করা হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পেজের লিঙ্ক শেয়ার করে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছিল। এছাড়া শরিফ ওসমান হাদিকে নিয়ে করা তার তিনটি ভিডিওতেও স্ট্রাইক দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.