বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
এর আগে আজ বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয় তার গারিবহর।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত থাকতে দেখা গেছে।
অবস্থানকালে নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনিরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ দিকে তারেক রহমানের আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টিএসসি থেকে শহীদ ওসমান হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেছে। পাশাপাশি শাহবাগ দিক থেকেও এক স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি থাকলেও সেখানে ওই অভ্যুত্থানে আহত কেউ না থাকায় কর্মসূচিটি বাতিল করা হয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.