প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ
দেশ যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ একটা ক্রান্তিকাল সময় পার করছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি ছড়াচ্ছে- আন্দোলন হচ্ছে; কেন জানি মনে হচ্ছে- দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে ষড়যন্ত্র করছে। আমাদের এ সময় সাবধান থাকতে হবে। যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন কেউ করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা এই দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান, আমাদের ধর্মবোধ, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমরা অঙ্গীকারবদ্ধ, কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।
এটি তার শেষ নির্বাচন উল্লেখ করে মহাসচিব বলেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ, তার জন্য দোয়া করবেন।
এ সময় তিনি আলেম-ওলামাদের কাছে ভোট চেয়েছেন। একই সাথে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.