শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, কুমিল্লা জেলা আহ্ববায়ক কমিটি গঠন দেবীদ্বারে সিপিবির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ: দেশে কার্যকর সরকার আছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- পরেশ সভাপতি-আক্তার, সাধারণ সম্পাদক-জামাল, সাংগঠনিক সম্পাদক-আবু বকর দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন হাতিয়ায় যুবদল নেতা বেলাল হোসেন সুমনের নেতৃত্বে পণ্য পাচার চক্র সক্রিয়, দর্শকের ভূমিকায় প্রশাসন ভেদাভেদ নয় বাংলাদেশের গণতন্ত্রে-এ্যাডঃ শিমুল বিশ্বাস তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ উঠেছে দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না: উপদেষ্টা আদিলুর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর তারেক রহমানের

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

Chif Editor

অনলাইন ডেস্ক :- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ হচ্ছেন না।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে ‘আমার রাজনৈতিক অবস্থান শিরানামে’ এক ফেসবুক পোস্ট দিয়ে তিনি এ বার্তা দেন।

তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আমার রাজনৈতিক অবস্থান

১. নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি।

২. আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক-অর্থনৈতিক  বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজ সহ- অনেক কথাই আমি বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু, তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।

৩. বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।

৪. ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ/ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং, আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। If you care to join me, you are most welcome.

নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ/ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।

২

Leave a Reply